নাম বেরেলআই মাছ (barreleye)। এই মাছটি বিখ্যাত তার স্বচ্ছ মাথার জন্য। শরীর কালো আর মাথা এতটাই স্বচ্ছ যে স্পষ্ট দেখা যায় মাথার ভেতরকার মগজ ।তবে সচরাচর দেখা মিলে না এই মাছের। কারন সমু্দ্র তলে ২০০০ ফুট পানির নীচে এদের বসবাস। প্রশান্ত এবং ভারত মহাসাগরে ব্যাপক পরিমানে এই সংবেদনশীল চোখ এবং স্বচ্ছ মাথার মাছ দেখা যায়। চোখের ঠিক উপরে এদের উজ্জ্বল সবুজ লেন্স থাকে, যা দ্বারা এরা সমুদ্রে তলদেশে পৌঁছানো ক্ষীন সূর্যের আলো ব্যবহার করে শিকার ধরে থাকে।
No comments:
Post a Comment